বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে শিক্ষার্থী ও যুবসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারি বরহামগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি শিবচর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পথে নানা শ্রেণি–পেশার মানুষ মিছিলে সংহতি প্রকাশ করেন। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও এতে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, “ধর্ষণ এমন একটি জঘন্য অপরাধ যা সমাজকে ধ্বংস করে। মিঠুন মজুমদারসহ সকল ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া গ্রহণযোগ্য নয়। কঠোর শাস্তি কার্যকর হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।” তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন শাস্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর সকালে বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছরের ফারজানাকে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রলোভন দেখিয়ে মিঠুন মজুমদার নিজ বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ শিবচরে এমন বর্বরতা অত্যন্ত মর্মান্তিক। তারা আশা প্রকাশ করেন, কঠোর ব্যবস্থা নিলে এমন ঘটনার পুনরাবৃত্তি কমে আসবে এবং সমাজে সচেতনতা আরও বাড়বে।
এই বিক্ষোভের আয়োজক শিক্ষার্থী ও যুবকরা জানান—ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সমাজ কখনোই নিরাপদ হবে না। তাই তাদের এই আন্দোলন ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩