বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান ( MP) প্রণয়ন পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিনিয়র পরিকল্পনাবিদ সামাউন আল নূর, নগর পরিকল্পনাকারী মনিরুজ্জামান, মাঠ পর্যায়ে সমন্বয়কারী এবিএম জহিরুল ইসলাম সাফি, সমন্বয়কারী সজিব সহ চারঘাট পৌরসভার বিভিন্ন এলাকার ওয়ার্ডভিত্তিক অংশীজনরা অংশ নেন।
পরামর্শকরণ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে চারঘাট পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে গতি আসবে। নাগরিক সুবিধা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণসহ আধুনিক পৌরসভা নিশ্চিতের পথ সুগম হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩