বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামে এ ঘটনা ঘটে।
মাতৃহারা নিহত হাবিবা (৮) ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামের মনুছ মিয়ার মেয়ে। সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি গতকাল মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যা থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এলাকায় মাইকিং করেও সারা দিন-রাত খোঁজাখুঁজির পর সকালে তার বাবা পাশের বাড়ির এক ঘরে তার লাশ দেখতে পায়।
পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। স্থানীয় যুবক কাশেম মিয়া বলেন, এ ধরণের ঘটনা আমাদের এলাকায় প্রথম, আমরা এর সর্বোচ্চ বিচার চাই, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
নিহতের বাবা মনুছ মিয়া বলেন, আমার মা ছাড়া মেয়েটাকে যারা এভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহম্মদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, বিস্তারিত তদন্তের পর জানা যাবে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩