বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিলাইছড়িতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা ধর্মপাশায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শৈলকুপায় নারীদের গাভী পালনের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন নলছিটি উপজেলায় নতুন ইউএনও জুবায়ের হাবিবের দায়িত্ব গ্রহণ চারঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে মতবিনিময় করলেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী- নজু ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল লালমনিরহাটের পাঁচ থানার ওসি একযোগে বদলি: নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনে রদবদল পুঠিয়ার হোটেল-রেস্তোরাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ মাহফুজুর রহমানের যোগদান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ত্রিশালে নবনিযুক্ত ইউএনওকে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে কারবারিসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড, ১ কর্মচারী আহত কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

ইয়াছিন আলী খান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামে জামে মসজিদের জন্য কেনা জমি নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে—মসজিদের তহবিল থেকে স্ট্যাম্পের মাধ্যমে জমি বিক্রি করলেও এখন রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানাচ্ছেন নোয়াই শেখের পুত্র মনোহর আলী।

সরেজমিনে দেখা যায়,জমি কেনাবেচায় এমন অনিয়ম ও প্রতারণার অভিযোগে বাহাদুরপুর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র আলী বাদী হয়ে সুনামগঞ্জ কোর্টে মামলা করেন। মামলায় একই গ্রামের মনোহর আলী, নুরুল হক, শহিদউল্লাহ, বাহার মিয়া ও আহাদ-কে আসামি করা হয়েছে।

মসজিদ কমিটির সেক্রেটারি মাষ্টার আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ আ: হক বলেন, আমরা ব্যর্থ হয়ে আদালতে গিয়েছি, সঠিক সমাধান হলে মসজিদ নির্মাণ করতে পারবো।
মামলা সংক্রান্ত বক্তব্য নিতে সাংবাদিকরা মনোহর আলীর বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই দ্রুত পালিয়ে যান, পরে মোটো ফোনে মনোহর আলীর ছেলে হক বলেন, আমরা জমি বিক্রি করছি

এ কথা সত্যি একটু সমস্যা থাকার কারণে রেজিস্টারি দিতে বিলম্ব হচ্ছে, রেজিস্টারি দিয়ে দেবো। স্থানীয়দের দাবি, মসজিদের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য জমিটি কেনা হলেও রেজিস্ট্রি আটকে দেওয়ায় এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। সালিশ-মীমাংসার নানা উদ্যোগ ব্যর্থ হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।

মামলাটি বর্তমানে ডিবি পুলিশের তদন্তাধীন। তদন্ত কর্মকর্তা এসআই শিব্বির বলেন,মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। গ্রামবাসী দ্রুত তদন্ত শেষে সঠিক বিচার কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩