ইয়াছিন আলী খান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামে জামে মসজিদের জন্য কেনা জমি নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে—মসজিদের তহবিল থেকে স্ট্যাম্পের মাধ্যমে জমি বিক্রি করলেও এখন রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানাচ্ছেন নোয়াই শেখের পুত্র মনোহর আলী।
সরেজমিনে দেখা যায়,জমি কেনাবেচায় এমন অনিয়ম ও প্রতারণার অভিযোগে বাহাদুরপুর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র আলী বাদী হয়ে সুনামগঞ্জ কোর্টে মামলা করেন। মামলায় একই গ্রামের মনোহর আলী, নুরুল হক, শহিদউল্লাহ, বাহার মিয়া ও আহাদ-কে আসামি করা হয়েছে।
মসজিদ কমিটির সেক্রেটারি মাষ্টার আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ আ: হক বলেন, আমরা ব্যর্থ হয়ে আদালতে গিয়েছি, সঠিক সমাধান হলে মসজিদ নির্মাণ করতে পারবো।
মামলা সংক্রান্ত বক্তব্য নিতে সাংবাদিকরা মনোহর আলীর বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই দ্রুত পালিয়ে যান, পরে মোটো ফোনে মনোহর আলীর ছেলে হক বলেন, আমরা জমি বিক্রি করছি
এ কথা সত্যি একটু সমস্যা থাকার কারণে রেজিস্টারি দিতে বিলম্ব হচ্ছে, রেজিস্টারি দিয়ে দেবো। স্থানীয়দের দাবি, মসজিদের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য জমিটি কেনা হলেও রেজিস্ট্রি আটকে দেওয়ায় এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। সালিশ-মীমাংসার নানা উদ্যোগ ব্যর্থ হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।
মামলাটি বর্তমানে ডিবি পুলিশের তদন্তাধীন। তদন্ত কর্মকর্তা এসআই শিব্বির বলেন,মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। গ্রামবাসী দ্রুত তদন্ত শেষে সঠিক বিচার কামনা করেছেন।