বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলায় স্থানীয় আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫-২৬ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্য বিভাগ কুড়িগ্রাম সদর এর আয়োজনে সরকারি উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ইসমাইল হোসেন।
ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান পলাশ, ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর এলএসডি শরীফ আহমেদ, মিলার- শহিরুজ্জামান সাজু, মাইদুল ইসলাম মুকুল, শহিদুল ইসলাম, আহম্মেদ আলী, মাহমুদুন্নবী মুন্না, আঃ করিম প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে ১শ ১৯ মেট্রিক টন ধান ও ১হাজার ৬শ ৮ মেট্রিক টন চাল মিলের মালিকের মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে নীতিমালা মোতাবেক ক্রয় করা হবে।
এবার এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৪ টাকা এবং চাউলের মূল্য প্রতি কেজি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩