মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার সড়কের মাঝের রোড ডিভাইডারে স্থাপন করা হয়েছে নতুন স্ট্রিট লাইট। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোড ডিভাইডারগুলোও মেরামত করা হয়েছে। এতে রাতের সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ জনগণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, এসব উদ্যোগে চলাচলে সুবিধা যেমন বেড়েছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও কমবে। তবে তারা আরও জানান, ঢাকা মোড় এলাকায় সড়কের কিছু অংশ এখনো উঁচু-নিচু হয়ে আছে, যা দ্রুত সংস্কার করা জরুরি। এ বিষয়ে সড়ক বিভাগের গুরুত্বসহকারে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩