বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ
(১৯ নভেম্বর ২০২৫) বুধবার বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) মহোদয়। উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয়, অফিসার ও ফোর্সদের নিকট হতে বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তব্য শোনেন এবং যথাযথ নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় থানাসহ তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, চেকপোস্ট ও ক্যাম্পসমূহে অফিস সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, চেকপোস্ট ও ক্যাম্পে প্রয়োজনীয় মালামালসহ ব্যাডমিনটন সরঞ্জামাদি সরবরাহ করেন।
পরিশেষে, বান্দরবান পার্বত্য জেলার অক্টোবর/২০২৫ মাসে বিভিন্ন পর্যায়ে পুলিশি সেবা প্রদানকারী সফল পুলিশ সদস্য এবং সিভিল স্টাফদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সে সাথে পুলিশ সুপার মহোদয় প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা করার নির্দেশ দেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। পরিশেষে জনগণ যেন যথাযথ পুলিশি সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি, বান্দরবান পার্বত্য জেলার আইন শৃঙ্খলার রক্ষার জন্য বান্দরবান জেলায় দর্শনার্থী ও পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে। এছাড়াও পুলিশ সুপার মহোদয় আরো বলেন- সড়কপথে পরিবহনে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া না নেয়া সে বিষয়ে মোবাইল এবং টহল পাটি আরো জোরদার করার নির্দেশ প্রদান করেন। সর্বোপরি সমগ্র জেলা সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩