বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান দোয়ারাবাজারে মাদকের ছাড়াছাড়ি দুমকিতে খাসজমির দোকান দখলের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও ব্র্যাকের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, আটক ৪ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত আমতলীতে যৌথ বাহিনীর চেক পোস্ট, চল্লিশ হাজার টাকা জরিমানা আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিবচর এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজন আটক রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন গ্রেফতার অটোর সাথে ওরনা পেচিয়ে তরুণীর মৃত্যু নাসিরনগরে বিএনপির মনোনয়ন পূর্ণবিবেচনার দাবিতে মামুন সমর্থকদের মানববন্ধন, বিক্ষোভ কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু, একই সময়ে সন্তানের জন্ম দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ রাউজানে গভীর রাতে আবারো যুবদল কর্মী গুলিবিদ্ধ

গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

“সম্মিলিত প্রচেষ্টাই পারে গেম দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা রোধ করতে। ইতালি যাওয়ার স্বপ্নে সাগরে ডুবে মারা যাচ্ছে কারো ভাই, কারো ছেলে—এই মৃত্যুযাত্রা যেকোনো মূল্যে আমাদের ঠেকাতে হবে।”

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এমন মন্তব্য করেন মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ‘নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ’ বিষয়ক এ কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুরের ব্র্যাক জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরও বলেন, “যারা বিদেশ যাবেন তারা যেন সঠিক তথ্য জেনে-বুঝে সিদ্ধান্ত নেন। অনিয়মিত পথে বিদেশ যেতে গিয়ে প্রতারণা, পাচার ও মৃত্যুর ঘটনা ঘটছে। পরিবার-সমাজের দায়িত্বশীলদের উচিত তরুণ সমাজকে অনিরাপদ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা।”

কর্মশালার বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায়ই শিবচরের মানুষের মৃত্যুসংবাদ পাওয়া যায়। মানুষ সচেতন হলে অনেক অকাল মৃত্যু রোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা মাহজাবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশফিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

কর্মশালায় মাল্টা-ফেরত অভিবাসী মাহাতাব মৃধা ও আব্দুল হান্নান ইউরোপে নিঃস্ব হয়ে ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, প্রত্যাশা-২ প্রকল্পের সহায়তায় তারা মনোসামাজিক, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণের সুযোগ পেয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে বাস্তবায়িত হচ্ছে ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্প। কর্মশালা পরিচালনা করেন এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বনিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল।

সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩