শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’ (কুসাক)-এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ০৫ ব্যাচের শিক্ষার্থী মো. সজিবুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে কুসাকের সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এসময় কুসাকের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাকিব শাহরিয়ার হাফিজ সভাপতি এবং রসায়ন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. নিরব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন, সহ-সভাপতি: আসিফ হোসেন, মোছা. নুসরাত জাহান, জিনিয়া আক্তার ফাতেমা, মুনিরা নিশাত মুন, সাদিয়া মেহজাবিন ও তামান্না ইয়াসমিন।
যুগ্ম সাধারণ সম্পাদক: তনিমা জান্নাত হাসি ও মো. হুসাইন।
অর্থ সম্পাদক: শামিমা ইয়াসমিন প্রিয়াঙ্কা; সহ-অর্থ সম্পাদক: মোছা. সুমি খাতুন, মোছা. মাওয়া তুজ সাদিয়া ও মোছা. মিম খাতুন। ক্রীড়া সম্পাদক: এহসানুল হক অয়ন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. মারুফ আহম্মেদ।
অনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন এবং আগামীর কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩