শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
আরিফুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবার মান নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ গ্রামবাসী। চরলাপাং, ইসলামপুর, সাহেবনগর, মানিকনগর, আয়তলাসহ আশপাশের এলাকাগুলোতে মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়েছে।
গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল—দেশের জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক সিমগুলো দিয়েও এসব এলাকায় সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ভুক্তভোগীরা বলেন, ২০১০ সালের পর থেকে আজ পর্যন্ত আমরা ভালো ইন্টারনেট সেবার স্বাদ পাইনি। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে থেকেও আমরা বঞ্চিত।” তারা দাবি করেন, এই গ্রামগুলোর মাঝামাঝি জায়গায় একটি শক্তিশালী নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করা জরুরি।
শিক্ষার্থীদের অভিযোগ, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট ও অন্যান্য শিক্ষামূলক কাজের জন্য ন্যূনতম ইন্টারনেট সংযোগ না পাওয়ায় তারা নিয়মিতভাবে সমস্যায় পড়ছেন। ব্যবসায়ীরাও জানান, ডিজিটাল লেনদেন ও যোগাযোগে বাধার কারণে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।
গ্রামবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও টেলিকম কোম্পানিগুলোর কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন অচিরেই এসব এলাকায় উন্নতমানের ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া যায়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩