বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ নারী ভোটারদের নিয়ে মফিকুল হাসান তৃপ্তির প্রাণবন্ত উঠান বৈঠক পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরলাপাং হয়তো থাকবেই না আগামী মানচিত্রে- মেঘনার গর্ভে বিলীন হতে বসা এক গ্রাম অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে-আমিনুল হক হাঁস পালন করে ভাগ্য বদলাচ্ছেন তরুণ জোবায়ের হোসেন বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১ সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ইয়াসিন আলী খান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শারমিন জাহান মিতার ছোটবেলার স্বপ্ন ছিল শিক্ষক হওয়া- জ্ঞান ছড়িয়ে দেওয়া, তরুণ প্রজন্মকে আলোর পথে এগিয়ে নেওয়া। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের কৃতি কন্যা শারমিন জাহান মিতা’র জীবনে। ৪৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইংরেজি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি কৃতিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মিতার এই সাফল্যের খবরে দোয়ারাবাজারের প্রত্যন্ত টিলাগাঁও গ্রামে আনন্দের ঢেউ উঠেছে। পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী যেন নিজেদেরই কোনো স্বপ্ন পূরণ হতে দেখছেন তাঁর মাধ্যমে।

শিক্ষাজীবনে একাগ্রতা ও মেধার দুর্লভ সমন্বয়ে এগিয়ে চলা মিতা ২০১১ সালে টেংরাটিলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৩ সালে সরকারি মহিলা কলেজ, সিলেট থেকে এইচএসসি পাস করেন কৃতিত্বের সঙ্গে। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স উভয় পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা ও মেধার উৎকর্ষ।

তিনি দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আব্দুল মন্নাফ ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী বেগম ফাতেমা আক্তার দম্পতির জ্যেষ্ঠ কন্যা।

২০২০ সালে পারিবারিক সিদ্ধান্তে তাঁর বিয়ে হয় মৌলভীবাজার জেলার কুলাউড়ার মো. মুহিবুর রহমানের সঙ্গে, যিনি বর্তমানে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে প্রশিক্ষণরত।

নিজের এই সাফল্য প্রসঙ্গে শারমিন জাহান মিতা আবেগময় কণ্ঠে বলেন- ‘এই অর্জন আমার জীবনের এক বিশেষ অধ্যায়। আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা আর নিজের পরিশ্রম- সবকিছুর ফল এটি। আমি চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও যেন বড় স্বপ্ন দেখে, সাহস রাখে, আর নিজেদের যোগ্যতায় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়।’

কন্যার সাফল্যে আবেগাপ্লুত পিতা আব্দুল মন্নাফ বলেন- মিতা ছোটবেলা থেকেই অধ্যবসায়ী, আত্মনির্ভরশীল আর দায়িত্বশীল ছিল। তার সাফল্য আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, পুরো দোয়ারাবাজারবাসীর গর্ব।’

তাঁর মা বেগম ফাতেমা আক্তার বলেন- আমার মিতা ছোটবেলা থেকেই আলাদা ছিল- খুব মনোযোগী, নিজের কাজ নিজে করতে ভালোবাসত। কখনোই সময় নষ্ট করত না। আজ তার সাফল্যে আমার চোখে পানি আসে, তবে সেটা গর্বের আনন্দের অশ্রু। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি— সে যেন সৎ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষক হিসেবে দেশের সন্তানদের আলোর পথে নিয়ে যেতে পারে।’

শারমিন জাহান মিতার এই কৃতিত্ব এখন দোয়ারাবাজার ও সুনামগঞ্জের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক। এলাকার মানুষের বিশ্বাস— তিনি ভবিষ্যতে দেশের শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন, আলোকিত করবেন সমাজ ও প্রজন্মকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩