শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং গেট এইড লিমিটেডের স্টার্টআপ ‘ইওর ক্যাম্পাস’ -এর মধ্যে একটি “সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত” হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের *ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।
বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।
সমঝোতা স্মারকের আওতায় গেট এইড লিমিটেড কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের জীবনযাপনকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন *স্মার্ট সেবা* প্রদান করবে। এসব সেবার মধ্যে রয়েছে— *ভেন্ডিং মেশিন, ওয়াশিং স্টেশন, স্মার্ট লকার, ও স্মার্ট বিন* স্থাপন ও পরিচালনা। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে দৈনন্দিন প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে পারবেন।
সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন *রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া*, আর গেট এইড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন তাদের স্টার্টআপ *‘ইওর ক্যাম্পাস’-এর প্রজেক্ট হেড মুনিম রহমান ম্যারিন।*
অনুষ্ঠানে কুয়েট ও গেট এইড লিমিটেডের স্টার্টআপ ‘ইওর ক্যাম্পাস’-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জীবনযাপন ও ক্যাম্পাস ম্যানেজমেন্টে নতুন মাত্রা যোগ হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩