বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে পুলিশ শুন্য, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

আবদুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধিঃ

পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি নেই।

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুলিশ বক্সটি খালি থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ক্যাম্পাস এলাকায় বাইরের লোকজনের অনিয়ন্ত্রিত চলাচল। এ প্রসঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ বলেন, “বিশ্ববিদ্যালয় হলো হাজারো শিক্ষার্থীর জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। পুলিশ বক্সে যদি পুলিশ না থাকে, তবে শিক্ষার্থী-শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন।” দ্রুতই পুলিশ বক্সে পর্যাপ্ত সদস্য নিয়োগ, নিয়মিত টহল, সিসি ক্যামেরা ও আলোকসজ্জা নিশ্চিত করা দরকার। নিরাপদ পরিবেশ ছাড়া শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুকুল আহামেদ বলেন “একটি নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের মৌলিক অধিকার, যা প্রশাসন নিশ্চিত করতে বাধ্য। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ফাঁড়ি পুলিশশূন্য রয়েছে।

এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ঝুঁকির মুখে পড়ছেন। প্রশাসনের নিকট জোর দাবি জানাই অতি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পুলিশ ফাঁড়িকে সচল করার আহ্বান জানাই।”

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছি, যেন আমাদের ক্যাম্পাসে ফোর্স দেওয়া হয়। ওই সময় ফোর্স সংকটের কারণে ব্যবস্থা নিতে পারিনি। আমরা আবারও অনুরোধ করব এবং পুনরায় চিঠি দেব। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩