বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে পুলিশ শুন্য, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

আবদুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধিঃ

পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি নেই।

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুলিশ বক্সটি খালি থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ক্যাম্পাস এলাকায় বাইরের লোকজনের অনিয়ন্ত্রিত চলাচল। এ প্রসঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ বলেন, “বিশ্ববিদ্যালয় হলো হাজারো শিক্ষার্থীর জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। পুলিশ বক্সে যদি পুলিশ না থাকে, তবে শিক্ষার্থী-শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন।” দ্রুতই পুলিশ বক্সে পর্যাপ্ত সদস্য নিয়োগ, নিয়মিত টহল, সিসি ক্যামেরা ও আলোকসজ্জা নিশ্চিত করা দরকার। নিরাপদ পরিবেশ ছাড়া শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুকুল আহামেদ বলেন “একটি নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের মৌলিক অধিকার, যা প্রশাসন নিশ্চিত করতে বাধ্য। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ফাঁড়ি পুলিশশূন্য রয়েছে।

এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ঝুঁকির মুখে পড়ছেন। প্রশাসনের নিকট জোর দাবি জানাই অতি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পুলিশ ফাঁড়িকে সচল করার আহ্বান জানাই।”

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছি, যেন আমাদের ক্যাম্পাসে ফোর্স দেওয়া হয়। ওই সময় ফোর্স সংকটের কারণে ব্যবস্থা নিতে পারিনি। আমরা আবারও অনুরোধ করব এবং পুনরায় চিঠি দেব। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩