মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

গুচ্ছ ভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (৩ আগাস্ট) থেকে শুরু হবে চূড়ান্ত ভর্তি। গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএ/বিএসসি (ইঞ্জি.)/বিএসএস/বিবিএ/এলএলবি/বিএফএ শ্রেণির চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা নির্দেশনা। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ৩ আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে উপস্থিত থেকে নিজ বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ৫ তারিখ সরকারি ছুটি থাকায় এইদিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করা যেসকল শিক্ষার্থীর SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা আছে তাদের সেগুলো উত্তোলন করে নিজ বিভাগে জমা দিয়ে দিতে হবে এবং যাদের মূল নম্বরপত্র এই বিশ্ববিদ্যালয়ে জমা রয়েছে, তাদের সেই জমার রিসিভ কপি, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি, GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি বিভাগে জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

পরে শিউলিমালা, বিদ্রোহী ও দোলনচাঁপা হলের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং অগ্নিবীণা হলের জন্য সেই হল থেকে হল সংযুক্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর উভয় ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়, হল ও বিভাগ সংশ্লিষ্ট ফি অনলাইনে সোনালি ব্যাংকের ই-সেবা অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি নির্ধারিত ব্যাংক থেকে প্রদান করে রশিদ সংগ্রহ করতে হবে।

এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপে প্রদান করা ৫০০০ টাকা বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, সঙ্গীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বাকি ৮৪৪০ টাকা দিতে হবে। উক্ত বিভাগসমূহে জুলাই-আগস্ট অভ্যুত্থানে গ্যাজেটেড আহত নিহতের পরিবারের সদস্যরা ৭৯০ টাকা প্রদান করবে। অন্যান্য বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ৮১৯০ টাকা প্রদান করবে এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে গ্যাজেটেড আহত নিহতের পরিবারের সদস্যরা মাত্র ৫৪০ টাকা প্রদান করবে।

এছাড়া বিভাগ বাবদ ২০০০ টাকা ও হল বাবদ ১১৫০ টাকা প্রদান করে ব্যাংক রশিদ সংগ্রহ করতে হবে।

এরপর মূল ফরম পূরণ করে ব্যাংক রশিদ প্রদান করে ফরমে বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে। পরে নিজ অনুষদীয় ডিনের স্বাক্ষর নিতে হবে। এরপর হল ফি প্রদানের রশিদ ও সংযুক্তির আবেদন জমা দিয়ে মূল ফরমে প্রভোস্টের স্বাক্ষর নিতে হবে এবং মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি, GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।

উল্লিখিত সকল কার্যক্রম সম্পন্ন করার পর ভর্তি ফরম, ব্যাংক রশিদ, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি, GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় জমা দিতে হবে।

কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে পরবর্তীতে যদি কোনো ভর্তি-সংক্রান্ত দলিল (যেমন: সনদপত্র, নম্বরপত্র, প্রশংসাপত্র) ভুয়া বা জাল প্রমাণিত হয়, তবে তার ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি-সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অথবা গুচ্ছ ভর্তি ওয়েবসাইট https://gstadmission.ac.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩