বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান লিমন প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি)।

শুক্রবার (১১ জুলাই) ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির এইচআর দপ্তর থেকে আইন বিভাগের প্রভাষক পদে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

লিমনের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভাগের ডীন এবং বিভাগীয় প্রধান মোহাম্মদ ইরফান আজিজ বলেন, “আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান লিমনের এই অর্জন অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। স্বল্প সময়ের মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রভাষক পদে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে তার মেধা, পরিশ্রম ও একাগ্রতার স্বীকৃতি।

আমরা সবসময় আমাদের শিক্ষার্থীদের কেবল দক্ষ আইনজ্ঞানসম্পন্ন নয়, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। লিমনের এই সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। তার প্রতি রইল শুভকামনা—বিশ্বাস করি, সে দেশের আইনশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিজ অনুভূতি প্রকাশ করে লিমন বলেন, “স্নাতকোত্তর সম্পন্ন করার পর এত দ্রুত একটি সম্মানজনক প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়া আমার জীবনের একটি বড় অর্জন। প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি। সেইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি—যাঁদের নিরন্তর সহায়তা ও উৎসাহ আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। আমি মনে করি, এটা কেবল শুরু। ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান লিমন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে ভর্তি হন এবং সদ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। স্বল্প সময়ের মধ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের সুযোগকে তিনি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাপ্তি হিসেবে দেখছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩