শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

হাইওয়ে হোটেলে ক্রেতা সেজে মাদক উদ্ধার, চারজনকে কারাদন্ড

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রাক হোটেল গুলোতে মাদকের ক্রেতা সেজে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্দ্বার করা হয়। এবং চারজনকে কারাদন্ড দেয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারের ৪টি বাইক ও ১টি ভাড়া করা ট্রাক নিয়ে মোট ৫টি দলে (প্রতি দলে ২/৩জন) ভাগ হয়ে মাদকদ্রব্যের ক্রেতা সেজে শনিবার (২৮ জুন) রাত ৯ ঘটিকা থেকে রাত ২ ঘটিকা পর্যন্ত মহাসড়কের চৌদ্দগ্রাম ঘোলপাশা এলাকার বিভিন্ন হোটেলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী ও ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনী এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউএনও কর্তৃক গঠিত ক্রেতা দল কয়েকটি হোটেল থেকে প্রথমে কিছু টাকার মাদকদ্রব্য ক্রয় করেন।

এরপর অভিযান চালিয়ে ৯১ পুরিয়া গাঁজা এবং ৩৮ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ ৪জনকে আটক করা হয়। এসময় হোটেল মালিক ও ম্যানেজাররা পালিয়ে যায়।

বাবুর্চি বাজারের জমজম হোটেল থেকে আটক করা ৪জন আসামীকে মোবাইল কোর্ট আইনের তফসিল ভুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রত্যককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০টাকা করে অর্থদণ্ডসহ উভয় দণ্ডে দন্ডিত করা হয়।

আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের নিকট হস্তান্তর করা হয় এবং সেগুলো পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতে ধ্বংস করার নির্দেশ প্রদান করা হয়।হাইওয়ে হোটেলে মাদকের ক্রেতা সেজে উপজেলা প্রশাসনের অভিযান।

এলাকাবাসী জানান এর আগে জমজম হোটেলের মালিককে ৪ কেজি গাঁজাসহ আটক করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রতিরোধই পারবে পুরো সমাজকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্তি দিতে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩