বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মোংলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ ইতিহাসের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু কালাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ র‍্যালি চৌদ্দগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা শাহজাদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রংপুরে মাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কা, আহত ২০ চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা সেবা জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

তিতাস নদীতে কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের তিতাস নদীতে কোরবানির পশুর বর্জ্য ফেলাকে কেন্দ্র করে পরিবেশ দূষণের ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দুর্গন্ধে সাধারণ মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে গতকাল ১০ জুন ২০২৫ তারিখ বিকেলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান। এসময় অভিযানে সহায়তা করেন মুরাদনগর থানা পুলিশের একটি দল, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট এলাকার গ্রাম পুলিশরা।

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, কোরবানির পশুর বিভিন্ন ধরনের বর্জ্য যেমন—চামড়া, রক্ত, অঙ্গপ্রত্যঙ্গ ইত্যাদি তিতাস নদীতে ফেলা হয়েছে, যা নদী দূষণের পাশাপাশি আশপাশের জনবসতিপূর্ণ এলাকায় তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। অভিযানে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিত করা হলে তারা দোষ স্বীকার করেন এবং অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার প্রতিশ্রুতি দেন।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে অভিযুক্তদের ১১ জুন ২০২৫ তারিখ বিকালের মধ্যে নদীতে ফেলা সব বর্জ্য অপসারণ করে মাটির নিচে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। তারা আইন মেনে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন এবং নির্দেশনা মোতাবেক আজ বিকালের মধ্যেই সকল বর্জ্য সরিয়ে মাটির নিচে সঠিকভাবে পুঁতে ফেলা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, “মোবাইল কোর্ট কেবলমাত্র দণ্ড প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয় না; বরং জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাও এর অন্যতম উদ্দেশ্য।” পরিবেশ দূষণের মতো অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন তারা।

এদিকে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বারবার অভিযোগের পর প্রশাসনের এই পদক্ষেপ তাদের পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনের আশায় সাহস যুগিয়েছে।

মুরাদনগর উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের নিরাপত্তায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকল নাগরিককে পরিবেশ সচেতন হওয়ার এবং আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩