বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন।

 

আজ শনিবার, ৭ জুন ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের পর শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন উপাচার্য ও প্রক্টর। পরে তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কোরবানির কার্যক্রমে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে উন্নতমানের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভাইস চ্যান্সেলর হিসেবে এটি আমার প্রথম ঈদ। আমি স্বেচ্ছায় ক্যাম্পাসে অবস্থান করছি। জেনেছি কিছু শিক্ষার্থী হলে রয়েছেন। নামাজ ও কোরবানির পর আমি হলে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। আশা করছি, আমরা সবাই মিলে এক আনন্দময় সময় কাটাতে পারব।”

 

প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় ছুটির মধ্যেও যেসব শিক্ষার্থী পরিবার ছেড়ে হলে অবস্থান করছে, তাদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মাওলানা ভাসানী হুজুরের নামে কোরবানির আয়োজন করা হয়েছে— যা এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় একটি পরিবার, আর পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই আমাদের দায়িত্ব।”

 

হলে অবস্থানরত শিক্ষার্থী সাগর নাইম বলেন, “আজ সত্যিই আনন্দের একটি দিন। পরিবার থেকে দূরে ঈদ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আয়োজন আমাদের সেই অভাবটুকু অনুভব করতে দেয়নি।”

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ আরও বৃদ্ধি করেছে, যা একটি ইতিবাচক আবহ তৈরি করেছে পুরো ক্যাম্পাসে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩