শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন।

 

আজ শনিবার, ৭ জুন ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের পর শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন উপাচার্য ও প্রক্টর। পরে তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কোরবানির কার্যক্রমে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে উন্নতমানের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভাইস চ্যান্সেলর হিসেবে এটি আমার প্রথম ঈদ। আমি স্বেচ্ছায় ক্যাম্পাসে অবস্থান করছি। জেনেছি কিছু শিক্ষার্থী হলে রয়েছেন। নামাজ ও কোরবানির পর আমি হলে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। আশা করছি, আমরা সবাই মিলে এক আনন্দময় সময় কাটাতে পারব।”

 

প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় ছুটির মধ্যেও যেসব শিক্ষার্থী পরিবার ছেড়ে হলে অবস্থান করছে, তাদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মাওলানা ভাসানী হুজুরের নামে কোরবানির আয়োজন করা হয়েছে— যা এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় একটি পরিবার, আর পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই আমাদের দায়িত্ব।”

 

হলে অবস্থানরত শিক্ষার্থী সাগর নাইম বলেন, “আজ সত্যিই আনন্দের একটি দিন। পরিবার থেকে দূরে ঈদ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আয়োজন আমাদের সেই অভাবটুকু অনুভব করতে দেয়নি।”

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ আরও বৃদ্ধি করেছে, যা একটি ইতিবাচক আবহ তৈরি করেছে পুরো ক্যাম্পাসে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩