শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফকিরাপুলে সিটিজি ক্রাইম টিভির, নতুন হেড অফিস উদ্বোধন করেন আজগর আলী মানিক

রফিক ঢালী, শ্রীপুর গাজীপুর:

আজ (৫ মে) রোজঃ সোমবার বিকাল ৪ টায় রাজধানীর ফকিরাপুলে ‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন হেড অফিস উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক আজগর আলী মানিকের দূরদর্শী নেতৃত্ব ও অদম্য প্রচেষ্টায় এই ক্রাইমভিত্তিক গণমাধ্যম আজ দেশের সংবাদ জগতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজগর আলী মানিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের অসংখ্য প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা সংবাদকর্মীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের অপরাধ বিষয়ক রিপোর্টার মেহেদী হাসান, বাংলাদেশ সমাচারের এসএম জীবন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহজালাল উজ্জ্বলসহ গণমাধ্যমের অনেক পরিচিত মুখ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকদের উপস্থিতি পুরো আয়োজনকে এক অনন্য মিলন মেলায় রূপ দেয়। সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল নারী সাংবাদিকদের, যাঁরা সাহসিকতার সঙ্গে এই পেশাকে এগিয়ে নিচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী মানিক বলেন, সাংবাদিকতা আমার জীবনের ভালোবাসা, দায়িত্ব এবং লড়াই। গত ১৬ বছর ধরে ‘সিটিজি ক্রাইম টিভি’ ও ‘সাপ্তাহিক সিটিজি নিউজ’ সত্য, নিরপেক্ষতা ও সাহসিকতা নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা আজ এখানে পৌঁছেছি, এটা কোনো একক অর্জন নয়, এটা আমাদের সকলের সম্মিলিত সংগ্রামের ফল।

 

তিনি আরও বলেন, দেশজুড়ে আমাদের প্রায় আট হাজারেরও বেশি সংবাদকর্মী নিরলসভাবে কাজ করছেন। তাঁদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি চাই, সাংবাদিকতা হোক জনগণের মুখপত্র, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও চা-চক্র, যেখানে উপস্থিত সবাই আজগর আলী মানিকের সংগ্রাম ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠান জুড়ে ছিল এক উচ্ছ্বসিত, বর্ণিল পরিবেশ, ফুলেল শুভেচ্ছায় ভরে ওঠে অফিস প্রাঙ্গণ। আগত অতিথিদের অনেকেই বলেন, আজগর আলী মানিক শুধু একজন সম্পাদক নন, তিনি এই সময়ের এক অনুপ্রেরণা। সাংবাদিকতা কীভাবে দায়িত্বশীল ভাবে পরিচালিত হয়, তিনি সেটাই করে দেখিয়েছেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মানিক, যেখানে ছিল ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ, নতুন জেলা প্রতিনিধির নিয়োগ এবং সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করা এবং সাংবাদিকদের নিরাপত্ত বিষয়ে করা করার কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সিটিজি ক্রাইম টিভির সফলতা কামনা করে সকল সাংবাদিকদের কে একসাথে কাজ করার কথা বলেন আজগর আলী মানিক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩