শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে অবস্থিত শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী দিনে প্রতিযোগিতামূলক বাংলাদেশ ও বিশ্বের যেকোনো ক্ষেত্রে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সফলভাবে অংশগ্রহণ করবে—এটাই আমাদের প্রত্যাশা। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম কার্যক্রম আরও জোরদার করতে আগামী নির্বাচনের পর এখানে একটি বই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাইলা আক্তার জাহান, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ময়েন উদ্দিন, দাতা সদস্য আব্দুল হামিদ সরকার, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান, জেলা বিএনপির সদস্য আমিনুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম তুষার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত সরকার, ইউপি সদস্য আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩