শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
মোঃ সুজন মিয়া, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (আজ) সকাল থেকে দক্ষিণ ভাংনাহাটি এলাকার লাক্সমা কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছাড়ার অনুরোধ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নামেন।
অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩