বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পদ শূন্য হওয়ার পূর্বেই তিনজন প্রার্থীর জন্য প্রভাষক পদের প্যানেল তৈরি করে রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসাথে সকল ধরনের চলমান নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৭ ডিসেম্বর এক চিঠিতে সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইউজিসি জানায়, ইতিহাস বিভাগে পদ শূন্য হওয়ার পূর্বেই তিনজন প্রার্থীর জন্য প্রভাষক পদের প্যানেল তৈরি করে রাখা হয়েছে মর্মে উত্থাপিত অভিযোগ কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। কমিশন কর্তৃক অনুমোদিত পদে জনবল নিয়োগের প্রাক্কালে নিয়োগ পরবর্তী প্রার্থীদের প্যানেল প্রস্তুত করে রাখার কোন সুযোগ নেই।
চিঠিতে আরও বলা হয়, ইতিহাস বিভাগে নিয়োগের প্রাক্কালে পদ শূন্য হওয়ার পূর্বেই কেন প্রভাষক পদের প্যানেল তৈরি করে রাখা হয়েছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ০৫(পাঁচ) কর্মদিবসের মধ্যে কমিশনে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। একইসাথে সকল ধরনের চলমান নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তবে এই নির্দেশনাকে উপেক্ষা করেই ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ২৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় আমরা ইউজিসি থেকে কোন চিঠি পাইনি। চিঠিটি আমরা এই বছরের জানুয়ারি মাসের ১৩ কিংবা ১৪ তারিখে পেয়েছি। এর প্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই ইউজিসিতে চিঠি প্রেরণ করেছি। পরবর্তী জবাব অনুযায়ী আমরা ব্যবস্থাগ্রহণ করবো।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় আগামী ১ বছরের মধ্যে ইতিহাস বিভাগের শিক্ষকদের মধ্যে ‘কেউ শিক্ষাছুটিতে গেলে/পদ শূণ্য বা পদ ছাড়’ হলে পূর্বনির্ধারিত ৩ জনের একটি প্যানেল থেকে নিয়োগের সুপারিশ অনুমোদন হয়। পরে বিষয়টিকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের জবাব চায় ইউজিসি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩