বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে।
গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই একটি সাজানো সংসার তছনছ হয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভুক্তভোগীরা রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতবেগে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে এবং সেটির সামনের কাঁচ ভাঙচুর করে।
ঘটনার পর পর নজিপুর-ধামইরহাট সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশের বক্তব্য: পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩