মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফল উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসলিম তালুকদারকে। তিনি বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৯ জানুয়ারি-২০২৬) জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের লিখিত অনুরোধ বিবেচনা করে এবং জেলা বিএনপির সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এই পথ প্রদান করা হয়। এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
উক্ত পত্রে স্বাক্ষর করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।
আদেশের অনুলিপিটি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নুসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩