সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীর ডিমলা উপজেলায় শীতার্ত গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আলহাজ্ব মো: মঞ্জুরুল ইসলাম আফেন্দি হুজুরের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তীব্র শীতের মধ্যে এ সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: বদিউর জামান রানা, সাবেক সাধারণ সম্পাদক, ডিমলা উপজেলা বিএনপি; ডা: মো: জিয়াউর রহমান, সদস্য, ডিমলা উপজেলা লিয়াজোঁ কমিটি; মাওলানা দেলেওয়ার হোসাইন আল আনছারী, আহ্বায়ক, ডিমলা উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এবং মো: আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, ডিমলা উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ।
এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩