সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নাচোলে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে প্রতিদিন ২০টি বিবাহবিচ্ছেদের আবেদন, পরকীয়া-মাদকাসক্তির ছোবলেই ভাঙছে সংসার! মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় শীতবস্ত্র বিতরণ নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বরিশালে টাউনহল মিটিং অনুষ্ঠিত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্টুনে ফেলে রাখা নবজাতক উদ্ধার চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা-মদসহ বিক্রেতাদের আটক নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মহিপুর মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত সুনামগঞ্জে-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি নজরুল বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক এর যাত্রা শুরু আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেরিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি ত্রিশালে

মহিপুর মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহিপুর থানাধীন ৭ নম্বর লতাচাপলী ইউনিয়নের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জনাব আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সহসভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুপ হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক হেলেন কিলার বিউটি, সহসভাপতি মোঃ গফুর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান হাওলাদার, বিএনপি নেতা রহিমা আক্তার রুপা, ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার এবং দপ্তর সম্পাদক মোঃ কাওসার মনিরসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন মুসুল্লি সুলতান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ সেলিম হাওলাদার। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আবু হানিফ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, দক্ষিণ বাংলায় সর্বপ্রথম উন্নয়নের ছোঁয়া দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের শতভাগ শিক্ষিত করার উদ্যোগ নেন এবং নারীদের জন্য ডিফেন্সসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সর্বপ্রথম ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল নারীকে এ কার্ডের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ক্রয় করতে পারেন।

বক্তব্যের শেষাংশে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩