শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের লালমনিরহাটে ৫৪২ বোতল ফেনসিডিলসহ ১ নারী মাদককারবারি আটক শ্রীপুরে কলেজের পাশে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ নওগাঁয় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাউফল নার্সিং ইনস্টিটিউট এর প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ মধ্যনগর সীমান্তে ভারতীয় গরু জব্দ ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না : নূরুল ইসলাম বুলবুল উত্তরায় অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় কামরুল হুদার গভীর শোক প্রকাশ ‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত শেরপুর -২ আসনের আস্থা আর বিশ্বাসের পথে আব্দুল্লাহ বাদশা, মনোনয়ন বৈধ মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার একটি দল ইসলাম ধর্মকে পুজি করে মানুষকে বিভ্রান্ত করছে : আবু সাইদ চাঁদ

শেরপুর -২ আসনের আস্থা আর বিশ্বাসের পথে আব্দুল্লাহ বাদশা, মনোনয়ন বৈধ

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনে আমার বাংলাদেশ (এবি) পাটির মনোনীত (ঈগল) প্রতীকের এমপি প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’-তে মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি জানানো হয়। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে আব্দুল্লাহ বাদশার নির্বাচনী কার্যক্রমে আর কোনো আইনগত বাধা রইল না। এখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণাসহ নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করতে পারবেন।

মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ বাদশা বলেন, প্রিয় শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও সহযোদ্ধাদের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান। তিনি বলেন, অনেকেই তার জন্য দোয়া করেছেন ও নফল রোজা রেখেছেন—এই অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগ তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। সারা দেশে সমর্থকদের ভালোবাসা ও আন্তরিকতা তার জন্য বড় প্রেরণা বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন—ইনশাআল্লাহ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩