শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পূবাইলের করমতলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রতারক চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২ বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নড়াইলে শিবিরের নতুন কমিটি গঠন শৈলকূপায় দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ১০০ জন ‎খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুবি শাখা ছাত্রদলের কম্বল বিতরণ বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি : নোবিপ্রবি উপাচার্য যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার শিবগঞ্জ অবৈধ ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার ব্রাক্ষণবাড়ীয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা ‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন সরকারি অডিটোরিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজাপুর কামিল মাদ্রাসার সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকনসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরকে কেন্দ্র করে অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন মাদ্রাসার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন— ুবাংলাদেশের আরেক নাটকীয়তার অবসান ঘটলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের একজন রাজনৈতিক নেত্রীর মৃত্যু নিয়ে এ ধরনের মন্তব্য অত্যন্ত অসৌজন্যমূলক, অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা অভিযোগ করেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হলে অধ্যক্ষ মাদ্রাসার প্যাডে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয়দের পাশাপাশি এক সংবাদকর্মীর বিরুদ্ধেও মামলা করার হুমকি দেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়।

মানববন্ধনে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগও উত্থাপন করা হয়। বক্তারা দ্রুত তদন্ত করে অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনকে তার পদ থেকে অপসারণের দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারীরা এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩