শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে সন্ত্রাসী আক্তার কামালের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা বসতঘরে হামলা করে প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে।
রবিবার (৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ ঘটনা ঘটে।
উক্ত এলাকার নুর মোহাম্মদের ছেলে হামলার শিকার প্রবাসী মোঃ: আলম জানান, সে সকালে ঘুমাচ্ছিল। হঠাৎ তার বাড়ির আঙিনায় অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকির শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠেন। ঘরের দরজায় দাঁড়াতেই স্থানীয় আক্তার কামালের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর শুরু করে।
এসময় তার কন্যা, স্ত্রী ও বোনেরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের শ্লীলতাহানি করা হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।
মারধরের শিকার আলম আরো জানান, প্রবাসে আক্তার কামালের সাথে তার ব্যবসায়ীক লেনদেন ছিল। তা অনেক আগেই মীমাংসা হয়ে গেছে। এর পর থেকেই বিভিন্ন সময় তাকে নানাভাবে হুমকি দিতে থাকে।
প্রাণের ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৪ এপ্রিল ২০২৫ মোঃ: আলম বাদী হয়ে উক্ত সন্ত্রাসী আক্তার কামাল পিতা মোহাম্মদ হোসেন,নতুন মহাল, চৌফলদণ্ডীকে বিবাদী করে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। যার নং-১৭০০। তিনিসহ তার পরিবার উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩