বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ ‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, আজ ৯ ডিগ্রি সেলসিয়াস

আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে, যা ৯ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও শীতের তীব্র প্রভাব অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলমান শীত মৌসুমে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। শনিবার সকাল ৯টায় সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গতকাল শুক্রবার (২ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিনও সেখানে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সবমিলিয়ে চলতি মৌসুমে যশোর জেলায় তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

সিরাজগঞ্জের চরাঞ্চল ও গ্রামাঞ্চলে শীতের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাটে জনসমাগম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এদিকে, বিশেষ করে ছিন্নমূল মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। অনেক এলাকায় শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় দিনমজুরদের আয়ও কমে গেছে, যা তাদের জীবনযাপন আরও কঠিন করে তুলেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শীতপ্রবণ এলাকাগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ বাসস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩