শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের স্মরণে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন চবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিল শিবচরে নীরব মানবসেবায় অনন্য দৃষ্টান্ত ‘বন্ধুত্ব থাক সারাজীবন ফাউন্ডেশন’ সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের যুব সংগঠন ওয়াইপিএসডি’র ২০২৬ সালের নতুন কমিটি গঠন সুনামগঞ্জের ধর্মপাশায় ঠান্ডা জনিত কারণে সাদা হয়ে যাচ্ছে ধানের চারা, চিন্তিত কৃষক আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ আমতলীতে তরমুজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছে কৃষকরা কুবিতে আবেদনের সময়সীমা শেষ; প্রতি আসনে লড়বে ১০৮ জন সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শন দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ সকল প্রকার জ্বালানি তেলের দাম কমল সরকারি উদ্যোগে ডিমলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতি: মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত নজরুল শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন

চবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি পরীক্ষার সূচনা হবে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের বছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও তদারকি জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৩ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজারেরও বেশি শিক্ষার্থী। গত শিক্ষাবর্ষে আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন। সে তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা কিছুটা কম হলেও আসনের সংখ্যাও হ্রাস পেয়েছে।
‘এ’ ইউনিটে প্রতিযোগিতা তীব্র

‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ।

এসব অনুষদে মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এই ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৮০ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, পাস নম্বর ৪০

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসন সূত্রে জানা গেছে, গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী প্রশ্নপদ্ধতিতে (এমসিকিউ)।

প্রতিটি ইউনিটের পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। এক ঘণ্টার পরীক্ষায় থাকবে ১০০টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ভুল উত্তরের জন্য প্রতি প্রশ্নে ০.২৫ নম্বর কাটা হবে, অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কর্তন হবে।

সব ইউনিটে ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০ নির্ধারণ করা হয়েছে। তবে ডি-১ উপ-ইউনিটে পাস নম্বর কিছুটা কম রেখে ৩৫ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, পরীক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য ক্যাম্পাসে ২২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, জরুরি স্বাস্থ্যসেবার জন্য স্থাপন করা হবে দুটি মেডিকেল ক্যাম্প এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় থাকবে ছয়টি তথ্যকেন্দ্র। পাশাপাশি নিরাপত্তা তদারকিতে প্রায় ২৫ জন গোয়েন্দা সংস্থার সদস্য সার্বক্ষণিক নজরদারি করবেন।

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রক্টর বলেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরীক্ষা আয়োজন করবে।

পরীক্ষার সময়সূচিঃ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী—
৩ জানুয়ারি: ‘ডি’ ইউনিট
৯ জানুয়ারি: ‘সি’ ইউনিট
১০ জানুয়ারি: ‘বি’ ইউনিট
৫ জানুয়ারি: ‘ডি-১’ উপ-ইউনিট
৭ জানুয়ারি: ‘বি-১’ উপ-ইউনিট
৮ জানুয়ারি: ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩