বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নবীনগরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন মৌখিক তালাকের পর প্রেমিককে স্বামী দাবি করে অনশন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আনসার ক্যাম্পে হামলা ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে খেলাফত মজলিসের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্মপাশায় ঘন কুয়াশার হাড় কাঁপানো শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনে কুবি ছায়া জাতিসংঘ সংসদের গৌরবময় সাফল্য কুবির পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে সজীব-আপন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল ত্রিশালে এমপি হতে ভিক্ষুক মুনসুরের মনোনয়ন দাখিল রুমিন ফারহানা সহ বিএনপির ৯ নেতা বহিষ্কার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবস্থা খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের দারুন ইহসান মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও প্রবিত্র কুরআনের সবক

চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

বুধবার (৩১ই ডিসেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

গায়েবানা জানাজা শেষে দোয়া মাহফিলে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে মিথ্যা মামলায় কারাবন্দি থাকার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রয়োজনীয় চিকিৎসা থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছিল। জুলাইয়ের গণআন্দোলনের ফলেই তিনি সহ বহু রাজনৈতিক বন্দি মুক্তি পান।”

একজন জনপ্রিয় ও বাংলাদেশপন্থী নেত্রী হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষকে হৃদয়ে ধারণ করতেন। ফ্যাসিবাদী শাসনামলেও তিনি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে ছিলেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর সকল নেক আমল কবুল করেন।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “সব মানুষ যাকে ভালোবাসে, আল্লাহ তায়ালা তাকেও অবশ্যই ক্ষমা করে দেন। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট আনোয়ার হোসেন মিঝি, চাকসুর সহ-সভাপতি মো. ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩