মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষ সোমেশরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী, শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, মাসুদুর রহমান সহ আরও অনেকে।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩