বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শৈলকুপায় নারীদের গাভী পালনের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন নলছিটি উপজেলায় নতুন ইউএনও জুবায়ের হাবিবের দায়িত্ব গ্রহণ চারঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে মতবিনিময় করলেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী- নজু ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল লালমনিরহাটের পাঁচ থানার ওসি একযোগে বদলি: নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনে রদবদল পুঠিয়ার হোটেল-রেস্তোরাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ মাহফুজুর রহমানের যোগদান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ত্রিশালে নবনিযুক্ত ইউএনওকে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে কারবারিসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড, ১ কর্মচারী আহত কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান গঠনমূলক লেখনি রাষ্ট্রকে এগিয়ে নেয়: বাউফলের বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

শৈলকুপায় নারীদের গাভী পালনের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে গাভী পালন বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৩ ডিসেম্বর সকালে উপজেলার বিআরডিবি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহফুজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মাহফুজুর রহমান বলেন, “দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভী পালন একটি লাভজনক উদ্যোগ, যা নারীদের পারিবারিক আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আধুনিক পদ্ধতিতে গাভী লালন-পালনের কৌশল শিখে নিজেরাই স্বাবলম্বী হতে পারবে।”

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত নারী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পশুখাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিচর্যা, গাভীর রোগ প্রতিরোধ ও চিকিৎসা, দুধ উৎপাদন বৃদ্ধি কৌশল, বংশবিস্তার পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ডাক্তার মোহাম্মদ রাসেল আহমেদ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীরা গাভী পালন বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের উদ্যোগে খামার স্থাপন করে আয় বৃদ্ধির সুযোগ পাবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩