বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
আরিফুর ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
(২রা ডিসেম্বর) রোজ মঙ্গলবার রাত আটটায় নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে মতবিনিময় করলেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু।
নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু।
নজরুল ইসলাম নজু তাঁর বক্তব্যে নবীনগরের উন্নয়নে তার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, নবীনগর বাসী আমাকে নির্বাচিত করলে আমি শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের নবীনগর উপজেলার সভাপতি এডভোকেট মেহেদী হাসান, সিনিয়র সহসভাপতি মোতালেব মাষ্টার, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ আকাশ, নবীনগর পৌর গণ অধিকার পরিষদের সভাপতি এম এ কাশেম নিরব,, সাধারণ সম্পাদক রবিন আলী, সাংগঠনিক সম্পাদক আলাল আহমেদ বাদল,নবীনগর উপজেলা যুবঅধিকার পরিষদের আহবায়ক রাকিবুল হাসান রাসেল, , ছাত্র অধিকার পরিষদের আহবায়ক ইকরাম হাসান কামরুল, সৈয়দ, সমুন, জামাল,জালাল,রহমতুল্লাহ প্রমূখ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩