বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।
তার পরিবর্তে মঙ্গলবার (২ ডিসেম্বর) স্থলাভিষিক্ত হয়েছেন মিজ রুবানা তানজিন। তিনি এর আগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ২০২৩ইং সালের ৫ নভেম্বর ঘোড়াঘাটে ইউএনও হিসেবে যোগদানের পর রফিকুল ইসলাম শিক্ষা খাত, স্থানীয় প্রশাসন, সেবা নিশ্চিতকরণ এবং জনবান্ধব কাজে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় একজন শিক্ষানুরাগী কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। তার সময়কালে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ক্লাশ করানো এবং স্থানীয় সমস্যায় দ্রুত সাড়া দেওয়ার কারণে উপজেলার বিভিন্ন মহলে তিনি প্রশংসা কুড়ান।
অপরদিকে ঘোড়াঘাটের নতুন ইউএনও’র যোগদানকে ঘিরে স্থানীয় প্রশাসনসহ সাধারণ মানুষের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
এদিকে রফিকুল ইসলামের বিদায়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সচেতন মহলে আবেগ অনুভূতি দেখা গেছে। এরপূর্বে ঘোড়াঘাট উপজেলার ইতিহাসে একজন ইউএনও’র বদলি জনিত বিদায়ে এতটা আবেগতারিত হতে দেখা যায়নি উপজেলাবাসীর। অনেকেই মনে করছেন, ইউএনও হিসেবে তার কর্মময় সময় ঘোড়াঘাটে ইতিবাচক প্রভাব রেখে যাবে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দেশের ১৬৬ জন কর্মকর্তার সঙ্গে তারও নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়। তিনি এবার রপ্তানি উন্নয়ন ব্যুরোতে উপপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩