বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
মো: এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধি:
দীর্ঘ ২৬ বছর পেরিয়ে গেলেও নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় আন্দোলনে নেমেছে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শীকা,ও পরিবার পরিকল্পনা পরিদর্শক বৃন্দ।
ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে কর্মরতরা, ২রা ডিসেম্বর(মঙ্গলবার) কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন, এই কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। কর্মসূচি পালনকারীরা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকার বলেন দীর্ঘ ২০ বছর ধরে যে পদে কর্মরত আছি, সেই পদে থেকে আমাদের মৃত্যু বরণ করতে হয়। আমাদের নিয়োগ বিধি না থাকার কারণে আমরা আর্থিক ও সামাজিকভাবে বিভিন্ন বিরুপ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে হয়েছে।
এসময় উপস্থিত কর্মসূচি পালনকারীরা বলেন, আমরা যথাযত বিধি মেনে গ্রামে গ্রামে গিয়ে গর্ভকালীন সেবা, স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ প্রসব, নবজাতক, প্রসবোত্তর সেবা, কমিউনিটি ক্লিনিকে সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু অতীব দুঃখের বিষয় যে, আমাদের নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় আমাদের পদোন্নতি,গ্রেড উন্নীতকরণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ রয়েছে।
এই সমস্যা সমাধানের জন্য নিয়োগবিধি ২০২৪ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাই। এ বিষয়ে বক্তব্য রাখেন অনুজ কান্তি সরকার (পরিবার পরিকল্পনা পরিদর্শক), রেজিয়া সুলতানা (পরিবার কল্যান সহকারী)এবং রীমা আক্তার চৌধুরী (পরিবার কল্যাণ পরিদর্শীকা)। অপরদিকে তাদের কর্মসূচি ঘোষণার ফলে পরিবার পরিকল্পনা বিভাগের সকল কার্যক্রম স্থবির হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩