মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
মো. রিহাদ সরকার, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের পার্বতীপুরের ৯ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে যৌথ কর্মীসভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোজ সোমবার সন্ধ্যায় খোলাহাটি বাজারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে পার্বতীপুর উপজেলা বিএনপি সহ সভাপতি মো. অহিদুল হক ও ৯ নং ওয়ার্ড বিএনপি, ৪ পলাশবাড়ী ইউনিয়ন সভাপতি জনাব মো. আমজাদ হোসেন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মীসভার প্রধান অতিথি ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীক থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আলহাজ্ব এডভোকেট এ জেড এম মোহাম্মদ রেজওয়ানুল হক। তিনি বক্তব্যে বলেন, দলের নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলাই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার মূল শক্তি। তিনি আরও দাবি করেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের প্রশ্নে বিএনপি সবসময় মাঠে ছিল এবং থাকবে। বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির 31 দফা আলোচনা করেন ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে তার দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া করেন।
কর্মসূচি শেষে মিলাদ ও দোয়া হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩