শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে রেলস্টেশনে জন্ম নেওয়া ফাতেমা জান্নাত তুবা অবশেষে পেলেন নিরাপদ স্থায়ী আশ্রয়। জন্মের মাত্র ১৮ দিন পর ঠিকানা-বিহীন ও মানসিক ভারসাম্যহীন এক নারীর এই নবজাতককে গ্রহণ করেছেন উপজেলার মো. ইকবাল হোসেন ও তার স্ত্রী মোছাঃ ছাবিনা আক্তার লিজা।
১০ নভেম্বর ২০২৫ সালে বিরামপুর রেলওয়ে স্টেশনে জন্মের পর থেকেই শিশুটি ছিল উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে। এর পর থেকেই শুরু হয় আইনগত প্রক্রিয়া ও সামাজিক যাচাই-বাছাই। পাঁচটি আবেদন পাওয়ার পর চূড়ান্ত মূল্যায়নে ইকবাল-লিজা দম্পতিকে উপযুক্ত মনে করে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে দম্পতির হাতে তুলে দেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ। দুই পুত্রসন্তানের জনক-জননী এই দম্পতি দীর্ঘদিন ধরে একটি কন্যা সন্তান লালন-পালনের ইচ্ছা পোষণ করছিলেন। শুধু গ্রহণই নয়, তারা শিশুটির নামে ২২ শতক জমি লিখে দিবেন। ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি ডিপোজিট অ্যাকাউন্ট খোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব আব্দুল আউয়াল জানান, “শিশুটিকে গ্রহণে আগ্রহী ছিলেন অনেকেই। যথাযথ অনুসন্ধান ও যাচাই শেষে এই পরিবারকে উপযুক্ত বিবেচনা করা হয়েছে।”
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহরিয়ার পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
স্টেশনে জন্ম নেওয়া ছোট্ট তুবা নতুন পরিবারের কোলে উঠেই পেলেন স্নেহ, নিরাপত্তা ও একটি নতুন পরিচয়—জীবনের এক নতুন শুরু।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩