বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ জামায়াতের চূড়ান্ত মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক কুড়িগ্রামে আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন মোংলায় ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর হামলা: তিন সদস্যের ডাকাতচক্র গ্রেফতার গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত মধ্যনগরে দেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মাদারীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এহতেশামুল হক রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও প্রদর্শনী গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সিপিবির বিক্ষোভ সমাবেশ ত্রিশালে সড়ক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঈদগাঁওয়ে পানিতে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কোম্পানীগঞ্জে এড. আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর হামলা: তিন সদস্যের ডাকাতচক্র গ্রেফতার

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ পথে গরু ব্যবসায়ীদের ওপর সংঘটিত হামলা ও ছিনতাইয়ের ঘটনার দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার ডেমরা এলাকার খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দীপন মল্লিক (৫৩), শিবচরের বন্দরখোলা ইউনিয়নের কোরবান শিকদারের কান্দি গ্রামের হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার টগর প্রধান (৩৪)।

এএসপি সালাহ উদ্দিন জানান, গত ১৯ নভেম্বর ভোরে বন্দরখোলা চৌরাস্তা এলাকার সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানের ওপর সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে দু’জন আহত হন এবং তাদের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। ঘটনার পরপরই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে পুলিশ। প্রযুক্তিগত বিশ্লেষণ ও তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযানে নেমে স্বল্প সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় ডাকাতদলের ব্যবহৃত প্রাইভেটকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান আগামী দিনগুলোতেও চলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩