মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নলছিটির সুগন্ধা নদীর তীরে এশিয়ার বৃহত্তম মোহাম্মদীয়া অয়েল এ্যান্ড রাইচ মিল বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ ঝালকাঠিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের গনসংযোগ অনুষ্ঠিত কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা টানা ষষ্ঠবার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা শ্রীবরদীতে মা ও শিশু সহায়তা কর্মসুচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার দুমকী পুলিশের অভিযানে সোয়া ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ বাউফলে এনসিপির প্রার্থী শাহিনের তোরণে আগুন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বম জনগোষ্ঠীর ইভানজেলিক্যাল খ্রিষ্টান ইসিসি চার্চে বিভিন্ন সামগ্রী বিতরণ এক পদে বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক উপজেলা পরিষদ মাঠ রক্ষার দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন বর্তমান প্রশাসন ফারজানা-নুরুলেরই কার্বন কপি মাত্র কুড়িগ্রামে এবি পার্টির নির্বাচনী গণসংযোগ-লিফলেট বিতরণ দুমকির শ্রীরামপুর ইউপিতে প্রশাসক নিয়োগ ঈদগাঁওতে পত্রিকা বিক্রেতার বাড়ির রাস্তা দখল করে ছাঁদ নির্মাণের অভিযোগ শৈলকুপায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার

ঐতিহাসিক উপজেলা পরিষদ মাঠ রক্ষার দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন

ফয়ছল আহমদ নুমাম, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ভবন নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এবং থানা সদর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ মাঠ কোম্পানীগঞ্জের ইতিহাস, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এখানে প্রতি বছর মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবসসহ জাতীয় বিভিন্ন দিবসের অনুষ্ঠান, সরকারি খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন হয়ে থাকে। মাঠের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত দৃষ্টিনন্দন শহিদ মিনারে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ সমবেত হন। এছাড়া প্রতি বছর এই মাঠে বৃক্ষমেলা, বিজ্ঞান মেলাসহ নানা সামাজিক-সাংস্কৃতিক আয়োজন হয়ে থাকে। উপজেলা সদর ও আশপাশের গ্রামের শিশু-কিশোররা এখানেই নিয়মিত খেলাধুলা করে থাকে।

বক্তারা অভিযোগ করেন, এমন একটি ঐতিহাসিক ও বহুমুখী ব্যবহারের মাঠেই বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন। তারা বলেন, নদীপাড়ের এই খোলা মাঠ ও সবুজ পরিবেশ কোম্পানীগঞ্জের মানুষের জন্য নির্মল বাতাস ও আনন্দের উৎস। মাঠে ভবন নির্মাণ করলে পরিবেশ ও সামাজিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাদের দাবি-আমরা ভবন চাই, কিন্তু মাঠ নষ্ট করে ভবন চাই না। তারা বিকল্প স্থানে ভবন নির্মাণের প্রস্তাব দেন। উপজেলা নির্বাচন অফিসের সামনে থাকা খালি জায়গায় ভবন নির্মাণ করা যেতে পারে বলে মত দেন। পাশাপাশি পরিত্যক্ত ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণের আহ্বান জানান তারা।

থানা সদর ইয়াং স্টার ক্লাবের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য ইমন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, পাড়ুয়া তরুণ সংঘের সভাপতি মো. নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ অফিক আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, শিলেরভাঙ্গা রাইজিং ক্লাবের সদস্য সিদ্দিকী আবুল আলা, কোম্পানীগঞ্জ রংধনু ক্লাবের ক্যাপ্টেন হানিফ আহমদ, কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ক্রীড়া সম্পাদক শাহিন আহমদ, সদস্য ইয়াছির আলী, আরিফুর রহমান, বুড়দেও ক্লাবের সভাপতি জুয়েল আহমদ শামা, সহ-সভাপতি শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, থানা সদর ইয়াং স্টার ক্লাবের সদস্য জুয়েল মাহমুদ, আল আমিন, পলাশ চৌধুরী, ইসলামপুর প্রজাপতি ক্লাবের সদস্য উবায়দুল ইসলাম, নোয়াগাঁও স্পোর্টিং ক্লাবের মোক্তার হোসেন, রাজারখাল স্পোর্টিং ক্লাবের খালেদ পারভেজ, দক্ষিণ বুড়দেও ক্লাবের সুজন আহমেদ, বুড়িডহর ক্লাবের আফজল হোসেনসহ বিভিন্ন ক্লাবের সদস্যরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রফিক, শান্ত, সুজন, রুয়েল, জামিল, ফয়ছল, তারেক, উজ্জ্বল, রিমন, তানভিদ, সমিত, এজাদ, নাজিম, নিজাম, কয়েছ, বদরুল, আরমান, মোবারক, আইনুল, শাহিন, আলিমুল, আরিফ, সুজন, হৃদয়, রাব্বি, রাইহান, জাবের, খুরশিদ, ইমরান, কামরান, আজির, সাইফুল, আশিক, তাহমিদ, খালেদ, মুহিব, সাইফুল আলম, ওবায়দুল, আলমগীর, আফজল, তানভির, আইনুল, মিলন, সালাহউদ্দিন, মতিন, মশাল, সিয়াম, রফিকুল, কামাল, রনি, সোহেল, জুনেদ, কামরুল, রাহাত প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের নিকট অবিলম্বে ভবন নির্মাণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তারা বলেন, উন্নয়ন দরকার-কিন্তু তা যেন জনস্বার্থ, পরিবেশ ও ঐতিহ্য রক্ষার পরিপন্থী না হয়। কোম্পানীগঞ্জবাসীর দীর্ঘদিনের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র এই ঐতিহাসিক মাঠটিকে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অক্ষত রাখতেই হবে। প্রয়োজন হলে জনগণের মতামত নিয়ে যৌক্তিক সমাধানে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান বক্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩