বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই মাসের পর মাস অফিস করছে না

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাব অফিসের উপ-পরিচালক মো. নাজিরুল হকের বিরুদ্ধে দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, তিনি প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন এবং কোন কোন সপ্তাহে একদিনও অফিসে দেখা যায় না।

হিসাব শাখায় তার কক্ষ পরিদর্শন করে দেখা যায়, ফাইলগুলো টেবিলে পড়ে আছে। দিনের পর দিন ফাইল জমতে জমতে স্তুপ হয়েছে, অথচ তার চেয়ার ফাঁকা পড়ে থাকে।

প্রশাসনিক দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এ ধরনের অনিয়মে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “নিয়মিত অফিস না করার কারণে অফিসে কাজের চাপ বাড়ছে, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে হিসাব শাখার পরিচালক (Director of Accounts) মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, “আমিও উনাকে খুঁজছি। উপ-পরিচালক মো. নাজিরুল হকের অনুপস্থিতি নিয়ে বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। এর আগেও অভিযোগের ভিত্তিতে তাকে সতর্ক করা হয়েছিল। আমরা একটি চিঠি রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছি।”

অন্যদিকে, মো. নাজিরুল হকের অফিসে বার বার গেলেও তাকে পাওয়া যায় না তার টেবিলে। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে নিজের পরিচয় গোপন করে অন্য নাম বলেন নাজিরুল হক এবং পরে ফোন বন্ধ করে দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩