রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার দেওয়ানকান্দি রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের মৃত করিম শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের পাশে একটি নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, ছাগলের জন্য ঘাস আনতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩