শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ,আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত আল্লামা ফুলতলী (রহ.)–এর নাতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী সিলেটের কোম্পানীগঞ্জে আগমন করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাঁর আগমনে আল-ইসলাহ ও তালামীযে ইসলামীয়ার নেতৃবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আন্তরিক অভিনন্দন জানান।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর আগমন কোম্পানীগঞ্জের মানুষের জন্য গৌরবের বিষয়। তাঁর মেধা, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্ব দেশের ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে তাঁর ভূমিকা সর্বস্তরে প্রশংসিত।
তালামীয কর্মীগন আশা প্রকাশ করেন, তাঁর আগমন কোম্পানীগঞ্জের ধর্মীয়, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে নতুন অনুপ্রেরণা ও ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা মুসতাক আহমদ, সভাপতি, আনজুমানে আল-ইসলাহ কোম্পানীগঞ্জ উপজেলা,হাফিজ আলাল উদ্দীন, সাধারণ সম্পাদক, আল-ইসলাহ কোম্পানীগঞ্জ উপজেলা,হাফিজ নূর হুসেন চৌধুরী,সাবেক সভাপতি, তালামীযে ইসলামীয়া উপজেলা, শরীফ আহমদ মাহদী , সভাপতি, আবু সুফিয়ান রুহেল, আতিক আহমদ সহ সভাপতি, মোঃ আশরাফ উদ্দীন, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ তালামীযে ইসলামীয়া কোম্পানীগঞ্জ উপজেলা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩