শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় মিথ্যা অপপ্রচার, ববির উপ-রেজিস্ট্রারের ১০ শিক্ষার্থীর নামে মামলা জাবি ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব, আগামীকাল রাজা–রানী নির্বাচন মান্দায় বিএনপি নেতা এম এ মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ বান্দরবান জেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা সামগ্রী বিতরণ মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং কুবিতে প্রথম বারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মনোনয়ন দৌড়ে নতুন বার্তা শিবচরে নাভীলার শক্তিশালী শোডাউন কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু নাসির নগরের বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর মহিপুরে যৌথ বাহিনীর অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা ‎মাভাবিপ্রবিতে তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ডিমলায় যাতায়াতের রাস্তা ইটের প্রাচীর তুলে বন্ধ করায়, সংবাদ সম্মেলন জগন্নাথে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সংকট নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বিভাগটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর একটার দিকে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে মাত্র চারজন শিক্ষক নিয়ে বিভাগের পাঁচটি ব্যাচের পাঠদান কার্যক্রম চলছে। এতে করে একজন শিক্ষকের ওপর অধিক কোর্সের চাপ পড়ে। তাছাড়া বিভাগটিতে কোনো অধ্যাপক নেই। অতিথি শিক্ষক দ্বারা পাঠদানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে দেখা দেয়। যার ফলে শিক্ষার্থীরা অ্যাকাডেমিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এবিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহিলাতুল মিম বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক সংকটের ঘটনা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এমনকি মিডিয়া ল্যাব থাকার পরেও আমরা দূর থেকেই তা দেখে যাচ্ছি। আশা করি ভিসি স্যার এই সমস্যাগুলো দ্রুত সমাধান করবে।’

একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী ফরহাদ কাউসার বলেন, ‘মাত্র চারজন শিক্ষক দিয়ে একটা বিভাগ কিভাবে চলে? ভিসি স্যারের কাছে প্রশ্ন রেখেছি। স্যার আশ্বস্ত করেছেন দ্রুতই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমাদের মিডিয়া ল্যাব অপারেটর নিয়োগ এবং কম্পিউটার ল্যাব চালুর ব্যাপারেও কথা বলেছি। দ্রুতই সকল সমস্যার সমাধান চাই আমরা।’

এবিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, ‘আমরাও চাই বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আর কম্পিউটার ল্যাবের ইন্টারনেট কানেকশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই কম্পিউটার ল্যাব চালু হবে।’

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘তিনজন শিক্ষক নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৪৭ জন আবেদন করেছে। আশা করছি দ্রুত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আর ল্যাব অপারেটর নিয়োগ ও কম্পিউটার ল্যাবের সমস্যা দ্রুত সমাধান করা হবে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১লা ফেব্রুয়ারি যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বর্তমানে পাচঁটি ব্যাচের অন্তত আড়াইশো শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এই আড়াইশো জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র চারজন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩