সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সংকট নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বিভাগটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর একটার দিকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে মাত্র চারজন শিক্ষক নিয়ে বিভাগের পাঁচটি ব্যাচের পাঠদান কার্যক্রম চলছে। এতে করে একজন শিক্ষকের ওপর অধিক কোর্সের চাপ পড়ে। তাছাড়া বিভাগটিতে কোনো অধ্যাপক নেই। অতিথি শিক্ষক দ্বারা পাঠদানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে দেখা দেয়। যার ফলে শিক্ষার্থীরা অ্যাকাডেমিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এবিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহিলাতুল মিম বলেন, 'আমাদের বিভাগে শিক্ষক সংকটের ঘটনা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এমনকি মিডিয়া ল্যাব থাকার পরেও আমরা দূর থেকেই তা দেখে যাচ্ছি। আশা করি ভিসি স্যার এই সমস্যাগুলো দ্রুত সমাধান করবে।'
একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী ফরহাদ কাউসার বলেন, 'মাত্র চারজন শিক্ষক দিয়ে একটা বিভাগ কিভাবে চলে? ভিসি স্যারের কাছে প্রশ্ন রেখেছি। স্যার আশ্বস্ত করেছেন দ্রুতই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমাদের মিডিয়া ল্যাব অপারেটর নিয়োগ এবং কম্পিউটার ল্যাব চালুর ব্যাপারেও কথা বলেছি। দ্রুতই সকল সমস্যার সমাধান চাই আমরা।'
এবিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, 'আমরাও চাই বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আর কম্পিউটার ল্যাবের ইন্টারনেট কানেকশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই কম্পিউটার ল্যাব চালু হবে।'
উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'তিনজন শিক্ষক নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৪৭ জন আবেদন করেছে। আশা করছি দ্রুত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আর ল্যাব অপারেটর নিয়োগ ও কম্পিউটার ল্যাবের সমস্যা দ্রুত সমাধান করা হবে।'
উল্লেখ্য, ২০১৬ সালের ১লা ফেব্রুয়ারি যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বর্তমানে পাচঁটি ব্যাচের অন্তত আড়াইশো শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এই আড়াইশো জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র চারজন।