বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রচণ্ড শীতের প্রকোপ থেকে বেওয়ারিশ, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের কষ্ট লাঘব করতে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির একদল নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবী আজ আমতলী উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থদের মাঝে উষ্ণ শীতবস্ত্র বিতরণ করেছেন।
শহরের অলিগলি, রাস্তার ধার এবং বাজার চত্বর—যেখানেই অসহায় মানুষ দেখা গেছে, সেখানেই ছুটে গেছেন ‘স্বপ্নছোঁয়ার’ তরুণ সদস্যরা। শীতের রাতে রাস্তায় শুয়ে থাকা বেওয়ারিশ মানুষের গায়ে যখন ভালোবাসার উষ্ণতা মিশিয়ে শীতবস্ত্র জড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন স্বেচ্ছাসেবীদের চোখে-মুখেও ফুটে উঠছিল এক অনাবিল মানবিক তৃপ্তি।
কর্মসূচিতে যারা ছিলেন, এই মানবিক কার্যক্রমে অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি তানজিল এইচ রাব্বি, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, অর্থ সম্পাদক আলামিন, কর্মসূচি সম্পাদক সজিব, এবং সদস্য শাকিল ও সাইদুল এবং জান্নাত।
যতদিন শক্তি থাকবে, ততদিন মানুষের সেবায় কাজ করব’ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সময় সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম আবেগঘন কণ্ঠে তাদের লক্ষ্যের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। স্বপ্নছোঁয়া কেবল একটি সংগঠন নয়, এটি মানুষের জন্য একটি আশ্রয়স্থল হতে চায়। যতদিন আমাদের শক্তি থাকবে, ততদিন মানুষের সেবায় আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
তরুণদের এমন মহৎ উদ্যোগে এলাকাবাসী গভীর সন্তোষ প্রকাশ করেছেন। স্বপ্নছোঁয়ার সদস্যরা জানিয়েছেন, এই শীতের পুরো মৌসুমজুড়েই তাদের উষ্ণতা বিতরণের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩