রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
ফয়সল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার প্রয়াত আহবায়ক এম. হিফজুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের হলরুমে ‘আমরা জাতীয়তাবাদী পরিবার, কোম্পানীগঞ্জ’ আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক এলাইচ মেম্বার। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন এবং জেলা জিসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিফতা সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে প্রয়াত হিফজুর রহমানের রাজনৈতিক সংগ্রাম, নিষ্ঠা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরশেদ আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ; এমদাদুল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক, সিলেট মহানগর যুবদল; জুনায়েদ হাসান, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট জেলা ছাত্রদল; দেলোয়ার হোসেন দিনার, সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদল; আকবর আলী, সাংগঠনিক সম্পাদক, সিলেট সদর উপজেলা বিএনপি; বিলাল আহমদ, সভাপতি, সিলেট মহানগর জিসাস; রাজীব আহমদ, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর জিসাস; দুলাল আহমদ, নেতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল; নুরুল মুত্তাকিন বাদশা, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি; বোরহান উদ্দিন ফরহাদ খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি; আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা শ্রমিক দল; বজলু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি; শাহজাহান আহমেদ, যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদল; ইকবাল হোসেন, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল ও ছাত্রবিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা ও সিলেট জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা প্রয়াত এম. হিফজুর রহমানের আদর্শ, ত্যাগ ও সামাজিক অবদানকে স্মরণ করে তাঁর নামে একটি মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, তাঁর জীবনাদর্শ থেকে ভবিষ্যৎ প্রজন্ম পথনির্দেশনা পাবে।
শেষে দোয়া পরিচালনা করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩