রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
ফয়ছল আহমদ নুমান, গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ) আসনের রাজনীতিতে নতুন এক আলোড়ন তুলেছেন তরুণ প্রযুক্তিবিদ প্রকৌশলী রাশেল উল আলম। প্রবাসে অর্জিত জ্ঞান, আধুনিক প্রযুক্তি, শিক্ষা এবং সংগঠন দক্ষতাকে একত্রিত করে তিনি গড়ে তুলছেন পরিবর্তনের রাজনীতি, যার মূল লক্ষ্য উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের ক্ষমতায়ন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সম্ভাব্য সংসদ প্রার্থী হিসেবে রাশেল উল আলম ইতোমধ্যেই তরুণ সমাজে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। তিনি শুধু রাজনীতি করছেন না, গড়ে তুলছেন এক নতুন দৃষ্টিভঙ্গি যেখানে রাজনীতি মানে সেবা, রাজনীতি মানে দায়িত্ব।
রাশেল উল আলমের রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু জুলাই আন্দোলনের চেতনা। তিনি বিশ্বাস করেন জনগণের অধিকার, শিক্ষা, প্রযুক্তি ও জবাবদিহিতা এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে গড়ে উঠবে এক আধুনিক ও মানবিক বাংলাদেশ। তাঁর মতে তরুণদের হাতেই রয়েছে পরিবর্তনের আসল শক্তি।
প্রকৌশলী রাশেল উল আলম বলেন, তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে তরুণরা শুধু ডিগ্রি নয়, দক্ষতার মাধ্যমেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে। তাঁর লক্ষ্য এমন এক সমাজ গঠন করা যেখানে দেশের প্রতিটি মেধাবী যুবক বিদেশ নয়, নিজ মাটিতেই সাফল্যের গল্প লিখবে।
শিক্ষাক্ষেত্রে তাঁর উদ্ভাবিত পিয়ার টু পিয়ার লার্নিং মডেল দেশে ও প্রবাসে ইতিমধ্যে আলোচনায় এসেছে। এই মডেলে অভিজ্ঞ পেশাজীবীরা তরুণদের মেন্টর হিসেবে গড়ে তোলেন, যা একদিকে কর্মসংস্থান তৈরি করছে, অন্যদিকে প্রযুক্তিনির্ভর নেতৃত্ব গঠনে সহায়তা করছে।
প্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই তরুণ নেতা প্রবাসে থেকেও বাংলাদেশের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবধান কমাতে কাজ করেছেন। তাঁর উদ্যোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেক কোম্পানির সঙ্গে জ্ঞান বিনিময় কর্মসূচি চালু হয়েছে। এসব উদ্যোগ বাংলাদেশের তরুণদের জন্য খুলে দিচ্ছে নতুন দিগন্ত, যেখানে তারা পাচ্ছেন বিশ্বমানের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ।
রাজনীতিকে তিনি দেখেন সেবার পথ হিসেবে, ক্ষমতার নয়। তাঁর নির্বাচনী বার্তা স্পষ্ট, আমি রাজনীতি করছি উন্নয়নের জন্য, উন্নয়নের নামে রাজনীতি করব না।
রাশেল উল আলমের নির্বাচনী পরিকল্পনায় রয়েছে ডিজিটাল জবাবদিহি ব্যবস্থা, স্থানীয় উদ্ভাবন কেন্দ্র এবং স্বচ্ছ তহবিল ব্যবস্থাপনা। তিনি বিশ্বাস করেন স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় মানুষের অংশগ্রহণই সবচেয়ে কার্যকর পথ।
সিলেট-৪ আসনের তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকে তাঁকে দেখছেন এক নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতীক হিসেবে। কেউ বলছেন ভবিষ্যতের প্রতিনিধি, কেউ দেখছেন প্রযুক্তি ও মানবতার মেলবন্ধন হিসেবে।
তাঁর নেতৃত্বে একদল উদ্যমী তরুণ ইতিমধ্যে মাঠে নেমেছেন। শিক্ষা সচেতনতা বৃদ্ধি, সামাজিক উদ্ভাবন, ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণসহ নানা উদ্যোগে কাজ করছেন তারা।
প্রকৌশলী রাশেল উল আলমের প্রার্থিতা সিলেট-৪ এর রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করতে পারে, যেখানে তারুণ্যের উচ্ছ্বাস, প্রযুক্তির জ্ঞান এবং জনগণের অংশগ্রহণ একত্রে গড়ে তুলবে এক নতুন বাংলাদেশ।
জুলাই আন্দোলনের অঙ্গীকারকে সামনে রেখে তিনি যে স্বপ্ন দেখছেন তা কেবল একটি নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং এক দীর্ঘমেয়াদি উন্নয়ন দর্শন, যার কেন্দ্রে আছে মানুষ, শিক্ষা, স্বচ্ছতা ও পরিবর্তনের সাহস।
এই তরুণ নেতা বিশ্বাস করেন পরিবর্তন শুরু হয় ভাবনায়, পূর্ণতা পায় কাজে। আর সেই কাজের মধ্য দিয়েই তিনি এগিয়ে নিতে চান দেশের রাজনীতিকে এক নতুন যুগে, যেখানে রাজনীতি মানে হবে সেবা আর সেবার মানে হবে উন্নয়ন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩